" />
নারীর পিৎজা খাওয়ার দৃশ্য দেখানো যাবে না টেলিভিশনের পর্দায়। এ বিষয়ে নিষেধাজ্ঞা আরোপ করেছে ইরান। একইসঙ্গে নারীদের লাল কোমল পানীয় ও স্যান্ডউইচ খাওয়ার দৃশ্যও প্রদর্শন করা যাবে না বলে নীতিমালা জারি করেছে ইসলামিক রিপাবলিক অব ইরান ব্রডকাস্টিং (আইআরআইবি)।
অবশ্য পুরুষদের জন্যও আছে নিষেধাজ্ঞা। পুরুষরা কর্মক্ষেত্রে নারীদের চা ঢেলে দিচ্ছেন এমন দৃশ্য টেলিভিশনের পর্দায় প্রদর্শন করা যাবে না বলে নাট্যনির্মাতাদের নির্দেশনা দিয়েছে আইআরআইবি। খবর ডেইলি মেইলের
এছাড়া নারীরা লেদারের গ্লাভস পরতে পারবেন না বলেও আইআরআইবির নতুন নীতিমালায় বলা হয়েছে।
ঘরোয়া পরিবেশে নারী-পুরুষ একত্রে সমবেশ হয়েছে- এমন ছবি বা দৃশ্য প্রচারের আগে আইআরআইবির ছাড়পত্র নিতে হবে বলে নতুন নির্দেশনায় বলা হয়েছে।
সিনেমাপ্রেমিরা বলছেন, বিশ্বজুড়ে বাস্তববাদি চলচ্চিত্র নির্মাণের ক্ষেত্রে অনেক উন্নত অবস্থান ধরে রেখেছে ইরান। এখন তা ম্লান হতে চলেছে। নতুন করে কড়া নিয়ম জারি, দেশটির শিল্পকলা বিকাশের জন্য মোটেও সুখকর নয়।ndtvbd/news desk