" />
যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের আটলান্টার কাছে একটি ছোট্ট বিমান বিধ্বস্ত হয়ে তাতে আগুন লেগে চার আরোহীর সবাই নিহত হয়েছেন।
শুক্রবার স্থানীয় সময় দুপুর ১টার দিকে বিমানটি বিধ্বস্ত হয়। খবর ওয়াশিংটন পোস্টের
ফেডারেল এভিয়েশন প্রশাসন জানিয়েছে, আটলান্টার উত্তর-পূর্বাঞ্চলীয় দেকাল্ব পিচট্রি বিমানবন্দর থেকে উড্ডয়নের পর এক ইঞ্জিন বিশিষ্ট চেসনা-২১০ বিমানটি বিধ্বস্ত হয়।
বিধ্বস্তের পর এতে আগুন ধরে যায়। এসময় চার আরোহীর সবাই নিহত হন। নিহতদের পরিচয় এখনও প্রকাশ করা হয়নি।
দুর্ঘটনার কারণ জানতে দ্য ন্যাশনাল ট্রান্সপোর্টেশান সেফটি বোর্ডের নেতৃত্বে তদন্ত চলছে। ndtvbd/news desk