" />
যুক্তরাষ্ট্রের টেক্সাসে স্কুলে গুলিবর্ষণের ঘটনায় চার জন আহতে হয়েছে। আহতদের মধ্যে তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করেছে স্থানীয় পুলিশ বিভাগ। বুধবার আর্লিংটন পুলিশ এই তথ্য জানিয়েছে। খবর সিএনএনের।
আর্লিংটন পুলিশের সহকারী পুলিশ প্রধান কেভিন কোলবাই বলেন, গোয়েন্দারা ১৮ বছর বয়সী টিমোথি জর্জ সিম্পকিনসন নামের আটককৃত ওই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে। তার বিরুদ্ধে ভয়াবহ অস্ত্র নিয়ে তিনটি হামলার অভিযোগ আনা হবে। গুলিবর্ষণের পর হামলাকারী নিরাপদে পালিয়ে গিয়েছিল। টিমবারভিউ হাই স্কুলের ওই গুলিবর্ষণের ঘটনায় আহতদের মধ্যে দুই জন গুলিবিদ্ধ হয়েছিল।
কোলবাই আরও বলেছেন, হাসপাতালে ভর্তি করা তিন জনই শঙ্কামুক্ত। যদিও প্রথমে গুলিবিদ্ধ ১৫ বছরের এক কিশোরের অবস্থা সঙ্কটজনক বলে পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল। ndtvbd/news desk