" />
আফগানিস্তান নিয়ে আন্তর্জাতিক সংলাপ বৈঠকের স্বাগতিক দেশ হতে চায় রাশিয়া। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আফগানিস্তান বিষয়ক বিশেষ প্রতিনিধি জামির কাবুলভ বৃহস্পতিবার একথা জানান। আগামী ২০ অক্টোবর এই বৈঠক হওয়ার কথা। রাশিয়ার সংবাদ সংস্থাগুলো এখবর দিয়েছে। তবে এই ব্যাপারে এর চেয়ে বেশি জানা যায়নি। খবর এনডিটিভির।
গত মার্চ মাসেও আফগানিস্তান নিয়ে একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছিল মস্কোতে। বৈঠকে যুক্তরাষ্ট্র, চীন ও পাকিস্তানসহ একটি যৌথ বিবৃতি দেয়া হয়েছিল। বিবৃতিতে সে সময় আফগানিস্তানের বিবদমান পক্ষগুলোকে নিজেদের মতানৈক্য দূর করে একটা শান্তি আলোচনায় বসার আহ্বান জানানো হয়েছিল।
তালেবানকে বসন্ত ও গ্রীষ্মকালে আক্রমণাত্মক পদক্ষেপ চারানো থেকেও বিরত থাকার আহ্বান জানানো ওই বিবৃতিতে।
তখন থেকে আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদেশগুলো ২০ বছর পর আফগানিস্তান থেকে সেনাপ্রত্যহার শুরু করেছিল। তবে আগস্ট মাসে তালেবান কাবুলে সরকার পতন ঘটিয়ে নিজেরা সরকার গঠন করে। ndtvbd/news desk