" />
বুধবার সচিবালয়ে গণমাধ্যম কেন্দ্রে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের (বিএসআরএফ) সংলাপে তিনি এ কথা বলেন। তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন,’সম্প্রচার নীতিমালা অনুযায়ী আইপি টিভি সংবাদ প্রচার করতে পারে না। যেসব আইপি টিভি সংবাদ প্রচার করছে সেগুলো বন্ধের উদ্যোগ নেওয়া হয়েছে।’
বিএসআরএফের সভাপতি তপন বিশ্বাসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাসউদুল হকের সঞ্চালনায় আরও বক্তব্য দেন তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মো. শাহেনুর মিয়া।
তথ্যমন্ত্রী বলেন, ‘কিছু আইপি টিভি আছে যেগুলো ব্যক্তি বা ভিন্ন স্বার্থে পরিচালিত হয়। নানা অপকর্মের সাথে যুক্ত হয়ে তারা নিজেরাই টেলিভিশন বলে সংবাদ প্রচার করতে থাকে।’
আইপি টিভি বর্তমানে যুগের এক বড় বাস্তবতা উল্লেখ করে তিনি বলেন, ‘এটি নতুন পৃথিবীর বাস্তবতা, নিউ (নতুন) মিডিয়া। এটিকে বন্ধ করা সমীচীন নয়। তবে ব্যাঙের ছাতার মতো আইপি টিভি থাকবে, এটা হতে পারে না। এজন্য আমরা আইপি টিভির নিবন্ধন প্রক্রিয়াও শুরু করেছি। সত্যিকার অর্থেই যেগুলো আইপি টিভি হিসেবে কাজ করতে চায় বা করে তাদেরকেই নিবন্ধন দেয়া হবে।’
এসময় তথ্যমন্ত্রী ২০২২ সাল থেকে অনলাইন নিউজ পোর্টাল চালুর আগেই নিবন্ধন নিতে হবে সে সিদ্ধান্তের কথাও জানান। ndtvbd/news desk