" />
মঙ্গলবার প্রকাশিত আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের এক প্রতিবেদনে এ অভিযোগ করা হয়েছে। আফগানিস্তানের দেশটির হাজারা জনগোষ্ঠীর ১৩ সদস্যকে হত্যার অভিযোগ উঠেছে তালেবানের বিরুদ্ধে।
প্রতিবেদনে বলা হয়েছে, গত আগস্টে আফগানিস্তানের দেকুন্দি প্রদেশে সংঘটিত এ হত্যাকাণ্ডের প্রমাণ তাদের কাছে রয়েছে।
অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলছে, যে ১৩ জনকে হত্যা করা হয়েছে তাদের মধ্যে আফগানিস্তানের আগের সরকারের ৯ সেনা সদস্যও রয়েছে, আত্মসমর্পণ করার পরও যাদের হত্যা করা হয়।
এই হত্যাকাণ্ড যুদ্ধাপরাধ হিসেবে বিবেচিত হতে পারে বলে মনে করছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।
অবশ্য এই হত্যাকাণ্ডের অভিযোগ অস্বীকার করে তালেবান বলছে, অ্যামনেস্টির প্রতিবেদন ঘটনার একটি দিক তুলে এনেছে।
অ্যামনেস্টির প্রতিবেদনে বলা হয়েছে, দেকুন্দি প্রদেশে যে ১৩ জনকে হত্যা করা হয়েছে, তাদের মধ্যে ১৭ বছর বয়সী এক কিশোরীসহ দুই নিরীহ বেসামরিক নাগরিকও রয়েছে। তালেবান যোদ্ধারা আগের সরকারের সৈন্যদের পরিবারের সদস্যদের লক্ষ্য করে গুলি চালালে ওই কিশোরী গুলিবিদ্ধ হয়। ndtvbd/news desk