" />
রোমানিয়ার একটি হাসপাতলে আগুন লেগে ৯ কেরোনা রোগীর মৃত্যু হয়েছে। দেশটির কৃষ্ণসাগর তীরবর্তী কনস্টান্টা শহরের একটি হাসপাতালে ইনটেনসিভ কেয়ার ইউনিটে শুক্রবার সকালে আগুন লেগে এই প্রাণহানি ঘটে।
স্থানীয় কর্তৃপক্ষ এ খবর নিশ্চিত করেছে। খবর এএনআই, সিনহুয়ার।
দেশটির জেনারেল ইন্সপেক্টোরেট অব ইমার্জেন্সি সিচুয়েন্স জানিয়েছে, রোগীদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। তবে তার আগে ৯ জন অগ্নিদগ্ধ হয়ে মারা যান।
আগুনের সূত্রপাত কীভাবে হলো তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। এ বিষয়ে খতিয়ে দেখে দ্রুত সংবাদ সম্মেলনে জানানো হবে বলে নিশ্চিত করেছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।
আগুন লাগার সময় হাসপাতালে ১১৩ রোগী ভর্তি ছিলেন। আর ১০ জন নিবিড় পরিচর্যা কেন্দ্রে ভর্তি ছিল। গত বছরেও রোমানিয়ার কোভিড হাসপাতালে আগুন লেগে হতাহতের ঘটনা ঘটে। তখন হাসপাতালের অবকাঠামো নিয়ে ব্যাপক সমালোচনা হয়। ndtvbd/news desk