" />
মেয়েটির বয়স ১৫ বছর। যখনই সে কাঁদে তার চোখ থেকে পানি নয়, ঝরে পড়ে পাথর। আর এ দৃশ্য দেখে আতঙ্কিত হয়ে পড়েছেন এলাকাবাসী।
ঘটনাটি ভারতের উত্তরপ্রদেশের। হিন্দুস্তান টাইমসের খবর অনুযায়ী, কনৌজের গাদিয়া বালিদাসপুরের বাসিন্দা ওই কিশোরীর অভিভাবকরা জানিয়েছেন, গত কয়েকমাস ধরে মেয়েটির চোখ অনেক শুকিয়ে গেছে। আর কাঁদলেই বের হচ্ছে ছোট ছোট পাথর।
এই ঘটনাকে কেন্দ্র করে এলাকাবাসীদের একাংশ আতঙ্কিত হয়ে পড়েছেন। তাদের ধারণা, কিশোরীর উপর কোনও ‘অতৃপ্ত আত্মা’ ভর করেছে। সেই কারণে এমনটা হচ্ছে। এর পাশাপাশি অনেকে এটি অশনি সংকেত বলেও ধরে নিচ্ছেন।
এক চক্ষু বিশেষজ্ঞ জানিয়েছেন, এমন ঘটনার ব্যাখ্যা সেভাবে নেই। সম্ভবত পাথরের কাজ, অর্থাৎ মার্বেল, পাথর কাটা ইত্যাদি করলে চোখে, নাকে গুঁড়ো প্রবেশ করতে পারে। সেটাই অশ্রুথলিতে কোনওভাবে আটকে যাচ্ছে। অশ্রুথলির গঠনে ত্রুটি থাকার কারণে সেগুলি জমে যাওয়ারও সম্ভাবনা রয়েছে। তবে এ বিষয়ে সঠিক করে কিছু বলা যাচ্ছে না।
এই ধরণের ঘটনা অতি বিরল। শেষবার ইয়েমেনে এক ১২ বছরের কিশোরীর এমনটা ধরা পড়েছিল। তার ক্ষেত্রেও চোখ থেকে বের হচ্ছিল একই ধরণের পাথর। ndtvbd/news desk