" />
ইসলামি পরিবেশ তৈরি না হওয়া পর্যন্ত নারীদের আফগানিস্তানের বিশ্ববিদ্যালয়ে ক্লাস বা কাজ করার অনুমতি দেওয়া হবে না-এমন খবরকে গুজব বলে নাকচ করে দিয়েছে তালেবান।
আফগান সম্প্রচার মন্ত্রণালয় ও কাবুল বিশ্ববিদ্যালয় প্রশাসনের কর্মকর্তারা বলেছেন, কোনো বিশ্ববিদ্যালয়ে কোনো নারী শিক্ষার্থীর ক্লাসে উপস্থিত হওয়ার ক্ষেত্রে বাধা নেই।
কর্মকর্তারা আরও বলেছেন, বিশ্ববিদ্যালয়ে নারী শিক্ষক ও শিক্ষার্থীরা আগের মতোই পাঠদান কার্যক্রম চালিয়ে যেতে পারবেন।
এর আগে তালেবান সরকারের নিয়োগ দেওয়া কাবুল বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য সোমবার বলেছেন, “এই বিশ্ববিদ্যালয়ে নারী শিক্ষার্থী ও শিক্ষকদের অনির্দিষ্টকালের জন্য নিষিদ্ধ করা হলো।”’
আর এখন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছে, মানুষকে ভুয়া খবর দিয়ে বিভ্রান্ত করতে এসব গুজব ছড়ানো হচ্ছে।
কর্তৃপক্ষ বলছে, কাবুল বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্যের কোন সামাজিক যোগাযোগ মাধ্যম অ্যাকাউন্ট নেই। কোন খবর প্রকাশ করতে হলে অবশ্যই বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে নেওয়া উচিত। ndtvbd/news desk