" />
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মন্ত্রিসভা থেকে বাদ পড়ার পর বাবুল সুপ্রিয় যোগ দেন মমতা বন্দোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেসে। প্রশ্ন উঠেছে, এবার কি তাহলে মমতার মন্ত্রিসভায় দেখা যাবে বাবুলকে?
এ প্রসঙ্গে বাবুল বলেন, দিদি যা বলবেন, তা-ই হবে। শনিবার আনন্দবাজার অনলাইনের ফেসবুক লাইভে তিনি এ কথা বলেন।
বাবুল আরও বলেন, ‘আমি দলের অনুগত সৈনিক। বাংলার জন্য কাজ করতে চাই। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে সিদ্ধান্ত নেবেন, তা আমি মেনে নেব।’
বাবুল সুপ্রিয় বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন সপ্তাহ খানেক আগে। বিজেপি ছাড়ার পর বাবুল বলেন, তিনি চান মাঠে নেমে খেলতে। সাইড লাইনে বসে থাকায় আনন্দ নেই। এরপরই বাবুল বাংলার মন্ত্রীসভায় যোগ দিচ্ছেন কিনা তা নিয়ে প্রশ্ন ওঠে।
ফেসবুক লাইভে বাংলার উন্নয়ন পরিকল্পনার অংশ করে নেওয়ায় মমতার প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেন বাবুল। বিজেপিতে থাকাকালীন তৃণমূল ও মমতা সম্পর্কে শ্রুতিমধুর কিছু বলেননি বলেও স্বীকার করেন তিনি। এমনকি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বাগ্যুদ্ধের কথাও উল্লেখ করেন।
বাবুল বলেন, কেন্দ্রীয় মন্ত্রী থাকাকালীন যেভাবে দায়িত্ব পালন করতেন, দায়িত্ব পেলে এবারও তার ব্যতিক্রম হবে না। ndtvbd/news desk