" />
ইংলিশ প্রিমিয়ার লিগের এবারের আসরে অন্যতম ফেভারিট চেলসিকে প্রথম হারের স্বাদ উপহার দিল ম্যানচেস্টার সিটি। গ্যাব্রিয়েল জেসুসের একমাত্র গোলে চেলসিকে ১-০ গোলে হারিয়ে ম্যানসিটি জানান দিলো, এবারও লিগ শিরোপার অন্যতম দাবিদার সিটিজেনরা।
স্ট্যামফোর্ড ব্রিজে বেশ ঘাম ঝড়াতে হয়েছে ম্যানচেস্টার সিটিকে। তুমুল লড়াইয়ে প্রথমার্ধ ছিল গোলশূন্য। দ্বিতীয়ার্ধের ৫৩ মিনিটে সিটির হয়ে একমাত্র জয়সূচক গোলটি করেন ব্রাজিলিয়ান গ্যাব্রিয়েল জেসুস। বাকি সময়টা গোলের জন্য মরিয়া ছিল চেলসি। কিন্তু কাঙ্খিত গোলের দেখা পায়নি দ্য ব্লুজ শিবির।
ম্যাচে একটি শটও লক্ষ্যে রাখতে পারেনি চেলসি। অন্যদিকে ১৫টি শটের মধ্যে চারটিই লক্ষ্যে রাখতে পেরেছিল সফরকারী সিটি।
এই জয়ে পয়েন্ট তালিকার দুই নম্বরে উঠে এসেছে পেপ গার্দিওলার দল। চেলসি নেমে গেছে তিনে। এক নম্বরে আছে লিভারপুল। তিন দলেরই সমান ১৩ পয়েন্ট।
ndtvbd/news desk