" />
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে রোমে আয়োজিত বিশ্ব শান্তি বৈঠকে যোগ দেওয়ার অনুমতি দেয়নি ভারতের কেন্দ্রীয় সরকার। শনিবার ওই অনুষ্ঠানে যোগদান মুখ্যমন্ত্রীর পদমর্যাদার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয় উল্লেখ করে তার আবেদনটি খারিজ করে দেয় দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।
ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্থান টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
আগামী ৬ ও ৭ অক্টোবর রোমে এ শান্তি বৈঠক আয়োজন হওয়ার কথা। একটি বেসরকারি সংস্থা এ অনুষ্ঠানের আয়োজন করছে। সেখানে পোপ ফ্রান্সিস, জার্মান চ্যান্সেলর ম্যার্কেলসহ বেশ কয়েকজনকে আমন্ত্রণ করা হয়েছে।
এই আয়োজনে ভারত থেকে একমাত্র আমন্ত্রণ পেয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে তার বক্তব্য রাখার কথাও ছিল।
ndtvbd/news desk