" />
শুক্রবার জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৬তম অধিবেশনে তিনি বলেন, ‘আফগানিস্তানের জনগণের স্বার্থে আন্তর্জাতিক দুনিয়াকে পদক্ষেপ করতে হবে। আমাদের সামনে এখন একটাই পথ— আফগানিস্তানের বর্তমান সরকারকে স্থিতিশীল এবং শক্তিশালী করা।’
আফগানিস্তানের জনগণের স্বার্থে তালেবানকে স্বীকৃতি দিতে জাতিসংঘে আবেদন জানালেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।
আফগানিস্তানের সঙ্কটের কথা তুলে ধরে ইমরান খান বলেন, ‘আমরা যদি আফগানিস্তানকে অবহেলা করি, তবে পরিস্থিতি আরও খারাপ হবে। আফগানিস্তানের অর্ধেক মানুষ এখন সঙ্কটে আছে। পরিস্থিতি এমনই চলতে থাকলে আগামী এক বছরের মধ্যে ওই দেশের ৯০ শতাংশ মানুষ দারিদ্র্যসীমার নীচে চলে যাবেন।’
গত ১৫ আগস্ট আশরাফ গনি সরকারকে হটিয়ে ক্ষমতায় আরোহন করে তালেবান। তবে উগ্রবাদ, নারীর অধিকার খর্ব করার অভিযোগে বিশ্বের অধিকাংশ তালেবানকে স্বীকৃতি দিতে নারাজ। ফলে বন্ধ রয়েছে আন্তর্জাতিক সাহায্য পাওয়ার পথ।
এই পরিস্থিতিতে তালেবানের জন্য সাহায্যের পথ খুলতে ইসলামাবাদ মরিয়া হয়ে উঠেছে বলে মন্তব্য রাজনীতি বিশ্লেষকদের।
ndtvbd/news desk