" />
স্থানীয় সময় বৃহস্পতিবার হোয়াইট হাউসে তাদের মধ্যে হওয়া এই বৈঠকে স্বতঃপ্রণোদিতভাবে সন্ত্রাসে পাকিস্তানের ভূমিকার বিষয় কথা বলেন হ্যরিস।যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস আর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বৈঠকে বসেছিলেন। সেই বৈঠকেই উঠে এসেছে পাকিস্তানের সন্ত্রাসবাদসহ নানা প্রসঙ্গ।
তিনি জানিয়েছেন, পাকিস্তানের ভেতরে যে সমস্ত সন্ত্রাসবাদী গোষ্ঠী রয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য ইসলামাবাদকে জানিয়েছেন তিনি। যাতে এই সন্ত্রাসবাদী গোষ্ঠী ভারত এবং আমেরিকার নিরাপত্তা বিঘ্নিত না করে।
একাধিক আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে বলা হয়েছে, বৈঠক ভারত এবং আমেরিকার দ্বিপাক্ষিক সম্পর্ককে মজবুত করার পাশাপাশি বিশ্বের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা হয়েছে। গণতন্ত্রের উপর হামলা, আফগানিস্তান, ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের পরিস্থিতি মতো বিভিন্ন বিষয় উঠে এসেছিল কমলা-মোদির বৈঠকে। কিন্তু সন্ত্রাসের প্রশ্নে কমলার মুখে পাকিস্তানের ভূমিকার কথা সবথেকে বেশি নজর কেড়েছে।
সন্ত্রাসবাদের বিষয়টি নিয়ে দুই নেতার মধ্যে কী কথা হল, তা বিদেশ সচিব হর্ষ বর্ধন শ্রিংলার কাছে জানতে চেয়েছিলেন সাংবাদিকরা। তখনই শ্রিংলা বলেন, সন্ত্রাসবাদের প্রসঙ্গ যখন উঠল ভাইস প্রেসিডেন্ট (কমলা হ্যারিস) নিজেই ওই বিষয়ে পাকিস্তানের ভূমিকার কথা তুললেন।
শ্রিংলার কথায়, কমলা স্বীকার করেছেন পাকিস্তানের ভিতর জঙ্গি গোষ্ঠীগুলি সক্রিয় রয়েছে।কমলার বক্তব্য নিয়ে শ্রিংলা বলেছেন, তিনি (কমলা) পাকিস্তানকে বলেছেন জঙ্গিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে যাতে ভারত এবং আমেরিকার নিরাপত্তায় সন্ত্রাসবাদীরা কোনও প্রভাব না ফেলে। প্রধানমন্ত্রী (মোদি) সীমান্তে সন্ত্রাসের বিষয়টি তুলে ধরে জানান ভারত কী ভাবে দশকের পর দশক ধরে সন্ত্রাসবাদের শিকার হয়েছে। জঙ্গি গোষ্ঠীগুলি কী ভাবে পাকিস্তানের সহযোগিতা পায়, সেই বিষয়টিও বৈঠকে তুলেছেন মোদি।
ndtvbd/news desk