" />
এবার ঘরের মাঠে বার্সেলোনাকে গোলশূন্য রুখে দিয়েছে কাদিস। এ নিয়ে টানা তিন ম্যাচে জয়শূন্য কোচ রোনাল্ড কোম্যান শিষ্যরা।
লিওনেল মেসিকে হারানোর পর একের পর এক ব্যর্থতা ঘিরে ধরেছে বার্সেলোনাকে। যে কোনো দল বলে-কয়ে হারাচ্ছে তাদের। এতে বিপাকে পড়েছেন কোচ রোনাল্ড কোম্যান। যেকোনো মুহূর্তে বরখাস্ত হতে পারেন এই বার্সা কোচ। এমনই গুঞ্জনই শোনা যাচ্ছে স্প্যানিশ গণমাধ্যমগুলোতে।
চলতি মৌসুমে লা লিগায় প্রথম ৫ ম্যাচে দুই জয়। তার উপর বৃহস্পতিবার কাদিসের বিপক্ষে রেফারির সঙ্গে বাজে আচরণের জন্য কোচ কোম্যান পেল লালকার্ড।
কোচ হিসেবে কোম্যানের এই যাচ্ছেতাই পারফরম্যান্সে হতাশ বার্সা সভাপতি হুয়ান লাপোর্তা। তার সঙ্গে কোম্যানের দ্বন্দ্ব এখন প্রকাশ্যে। ইতোমধ্যে কোম্যানকে ছাঁটাইয়ে এক ধরনের ইঙ্গিতও দিয়েছেন লাপোর্তা।
ndtvbd/news desk