" />
বৃহস্পতিবার চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) বার্ষিক সাধারণ সভা এবং চট্টগ্রাম প্রেস ক্লাবের নেতৃবৃন্দের সম্মাননা প্রদা
নওফেল বলেন, “বড় প্রতিষ্ঠানের মালিকরাই দেশের গণমাধ্যমের নীতিমালা ও গতি নিয়ন্ত্রণ করে, যা আমাদের দুর্ভাগ্য। যারা হাজার কোটি টাকার মালিক, তাদের কাছে যেন গণমাধ্যম আবদ্ধ হয়ে না পড়ে। সে পথে আমরা প্রায়ই চলে গেছি।
“এই প্রভাব থেকে মুক্ত থাকতে হবে। এজন্য সঠিক নীতিমালা প্রয়োজন। সারা বিশ্বে সাবস্ক্রিপশন বেইজ সাংবাদিকতা থাকলে এখানে কেন থাকবে না। আপনারা স্বাধীনচেতা। এই মানসিকতা জাতীয়ভাবে বাস্তবায়নে চেষ্টা করতে হবে।”
নওয়েল বলেন, “পাশের দেশেও উদ্যোক্তাদের ৪৯ শতাংশের বেশি মালিকানা দেওয়া হয় না। গণমাধ্যমকর্মীদের ৫১ শতাংশ মালিকানা থাকে।”
বাংলাদেশের সাংবাদিকরা দায়িত্বশীল ভূমিকা পালন করছে বলেও মনে করেন নওফেল।
“আমাদের সংবাদমাধ্যমগুলো খুবই দায়িত্বশীলতার সাথে গঠনমূলক সাংবাদিকতার চর্চা করছে। ঢালাওভাবে দলীয় বা সরকারের সমালোচনা না করে প্রতিষ্ঠানগুলোর স্বচ্ছতা নিশ্চিত করার জন্য ব্যক্তির দুর্নীতির দিকে সবচেয়ে বেশি ফোকাসটা হচ্ছে এবং সেটাই প্রয়োজন।”