" />
শুক্রবার রাতে রাজধানীর মুগদা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) ইফতেখায়রুল ইসলাম। শনিবার দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
হেফাজতে ইসলামের নেতা মুফতি রিজওয়ান রফিকীকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশের মতিঝিল বিভাগের একটি দল।কারাগারে বন্দি হেফাজতে ইসলামের শীর্ষ নেতাদের মুক্তির দাবি ও নানা ধরনের উস্কানিমূলক বক্তব্য দেওয়ায় হেফাজত নেতা রিজওয়ান রফিকীকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপির) গোয়েন্দা পুলিশ (ডিবি)’র অতিরিক্ত কমিশনার হাফিজ আক্তার।
হাফিজ আক্তার বলেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরকে কেন্দ্র করে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে সংঘর্ষের ঘটনায় হেফাজতের যেসব নেতা গ্রেপ্তার হয়েছেন তাদের মুক্তির দাবিতে বিভিন্ন বক্তব্য দিতেন রিজওয়ান রফিকী। এছাড়া মাঠ পর্যায়ে উস্কানি দিতেন। বন্দি নেতাদের প্রভাবিত করতে তিনি বিভিন্ন ধরনের উস্কানিমূলক কথা বলে আসছিলেন। এরই প্রেক্ষিতে বায়তুল মোকাররমের ঘটনায় হওয়া মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
ndtvbd/news desk