" />
আফগানিস্তানে আটকে পড়া নিজ দেশের নাগরিককে উদ্ধারে দেরি হওয়ায় পার্লামেন্টে অনাস্থা ভোটে হেরে পদত্যাগ করেছেন নেদারল্যান্ডসের পররাষ্ট্রমন্ত্রী সিগরিড কাগ। বৃহস্পতিবার পার্লামেন্টে অনাস্থা প্রস্তাব নিয়ে ভোটাভুটিতে অনাস্থার পক্ষে ৭৮টি ও বিপক্ষে ৭২টি ভোট পড়ে। এরপর তিনি পদত্যাগের সিদ্ধান্ত নেন।
চলতি বছরের মে মাস থেকে সিগরিড কাগ পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন। এর আগে তিনি বৈদেশিক বাণিজ্য ও উন্নয়ন সহযোগিতা মন্ত্রী ছিলেন। এদিকে তার পদত্যাগে বিরাট ক্ষতি হয়েছে বলে মন্তব্য করেছেন দেশটির প্রধানমন্ত্রী।
পার্লামেন্টে ভোটাভুটিতে অধিকাংশ সদস্য মনে করেন, তাদের নাগরিক ও যেসব আফগান সহায়তা করেছে তাদের উদ্ধার করতে দেরি হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় ব্যর্থ হয়েছেন সিগরিড কাগ।
অবশ্য খোদ সিগরিড কাগ স্বীকার করেছেন যে, পরিস্থিতি দ্রুত খারাপ হচ্ছিলো। সরকার দ্রুত ব্যবস্থা নিতে পারেনি।
প্রসঙ্গত, আফগানিস্তানে আটকে পড়া অনেককেই এখনও উদ্ধার করা সম্ভব হয়নি। সব মিলিয়ে দুই হাজার একশ’ মানুষকে আফগানিস্তান থেকে উদ্ধার করা হয়েছে।
ndtvbd/news desk