" />
গাইবান্ধা: পলাশবাড়ীতে কোটি টাকার মূল্যের ছয়টি তক্ষক উদ্ধার করেছে র্যাব। এসময় তক্ষক পাচারে জড়িত থাকার অভিযোগে চারজনকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১৩ গাইবান্ধা ক্যাম্পের কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার আব্দুর রাজ্জাক খান বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে বুধবার (১৫ সেপ্টেম্বর) দিনগত রাতে উপজেলার মহদীপুর ইউনিয়নের বিশ্রামগাছী গ্রাম থেকে তক্ষকগুলোসহ চারজনকে আটক করা হয়। র্যাব কমান্ডার আরো জানান, বেশি দামে বিক্রির উদ্দেশে ওই চারজন তক্ষকগুলো সংগ্রহ করেছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে ক্রেতা সেজে বুধবার রাতে বিশ্রামগাছী গ্রামে অভিযান চালানো হয়। এসময় বিরল প্রজাতির ছয়টি তক্ষক (টক্কর সাপ) জব্দ করা হয়। এসময় আটক করা হয় চারজনকে।
তিনি আরো জানান, জব্দকৃত ছয়টি তক্ষকের আনুমানিক মূল্য প্রায় এক কোটি ২০ লাখ টাকা। এ ঘটনায় মামলা দিয়ে আটক ব্যক্তিদের পলাশবাড়ী থানায় হস্তান্তর করার প্রক্রিয়া চলছে।
ndtvbd/news desk