" />
শুক্রবার (১০ সেপ্টেম্বর) সকালে এ ঘটনা ঘটে। সাভারের আশুলিয়ার নরসিংহপুর বটতলা এলাকায় কাভার্ডভ্যানের ধাক্কায় সাহিদুল ইসলাম রাকিব (২৩) নামে এক শিক্ষার্থী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন একজন।
নিহত রাকিব ভোলা জেলার চরফ্যাশন থানার চরকলমী গ্রামের লিটনের ছেলে। তিনি আশুলিয়ার পবনার টেক ক্লাব এলাকায় থেকে টঙ্গীর একটি কলেজে তৃতীয় বর্ষে শিক্ষার্থী ছিলেন। আর আহত ব্যক্তির নাম সাহিদুল ইসলাম (৩০)।
স্থানীয়রা জানায়, সকালে ব্যাটারিচালিত ভ্যানে করে নরসিংহপুরের দিকে যাচ্ছিলেন রাকিব ও সাহিদুল। পথে পেছন থেকে আসা একটি কাভার্ডভ্যান তাদের ভ্যানকে ধাক্কায় দেয়। এতে ঘটনাস্থলেই রাকিবের মৃত্যু হয়। গুরুতর আহতাবস্থায় সাহিদুলকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ বিষয়ে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) কাইসার হামিদ বাংলানিউজকে জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
ndtvbd/news desk