" />
আফগানিস্তানের রাজধানী কাবুলে পাকিস্তানবিরোধী বিক্ষোভে তালেবান গুলি চালিয়েছে জানা গেছে। মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে।
বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়েছে, আফগানিস্তানের অভ্যন্তরীণ বিষয়ে ইসলামাবাদের হস্তক্ষেপের প্রতিবাদে কাবুলে পাকিস্তান হাইকমিশনের সামনে ৭০ জনের মতো আফগান বিক্ষোভে নামেন।
এসময় তাদের সরিয়ে দিতে ফাঁকা গুলি চালান তালেবান যোদ্ধারা। এ ঘটনায় কেউ হতাহত হয়েছেন কি-না, সে সম্পর্কে এখনও কোনো তথ্য পাওয়া যায়নি।
বিক্ষোভে অংশগ্রহণকারীদের অধিকাংশই নারী ছিলেন বলেও জানা গেছে।
ndtvbd /news desk