" />
ইমন ও মাহিয়া মাহী- দুজনেই ঢালিউডের নিয়মিত অভিনয়শিল্পী। করোনাকালেও তারা নিয়মিত অভিনয় করে যাচ্ছেন। আলাদাভাবে অভিনয় ক্যারিয়ার এগিয়ে নিয়ে যাওয়া এই দুই তারকা প্রথমবার একসঙ্গে জুটি বেঁধে অভিনয় করছেন।
তবে এটি সিনেমা নয়, একটি ওয়েব সিরিজ। এটির নাম ‘মাফিয়া’। পরিচালনা করছেন চিত্রপরিচালক শাহীন সুমন। বর্তমানে সিরিজটির শুটিংয়ে ব্যস্ত আছেন এই দুই অভিনয়শিল্পী।১৫০ পর্বের দীর্ঘ এই ওয়েব সিরিজটিতে অভিনয় প্রসঙ্গে মাহিয়া মাহী বলেন, ‘শাহীন সুমন আমার প্রিয় একজন পরিচালক। তার পরিচালনায় সিনেমায় অভিনয় করেছি। সেগুলোতে কাজের সুখস্মৃতি আছে। আবারো তার পরিচালনায় অভিনয় করছি, বেশ ভালো লাগছে। এছাড়া ইমন ভাইকে এতে সহশিল্পী হিসেবে পেয়েছি। তিনিও খুব সহযোগিতা পরায়ন একজন শিল্পী। আশা করছি সিরিজটি দর্শকের ভালো লাগবে।’ইমন বলেন, ‘অভিনয় আমার পেশা। তবে ভালো কাজের মাধ্যমেই দর্শকের সামনে আসার চেষ্টা করি সব সময়। এই ওয়েব সিরিজটির গল্পও বেশ ভালো। এতে আমার চরিত্রটিও বেশ গুরুত্বপূর্ণ। আশা করছি এটি দর্শকের ভালো লাগবে। তাছাড়া এ সিরিজে আমার সহশিল্পী মাহিয়া মাহী। ওর সঙ্গে আগে অভিনয়ের অভিজ্ঞতা না থাকলেও আশা করছি এবার সুন্দরভাবেই আমাদের চরিত্রকে ফুটিয়ে তুলতে পারব।’
ndtvbd/news desk