" />
বুধবার দুপুরে পুলিশ সদর দপ্তরে নিউজ ডট পুলিশ ডট গভ ডট বিডি নামে একটি নিউজ পোর্টালের উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।উন্নত দেশের উপযোগী পুলিশ বাহিনী গড়ে তুলতে ২০ বছরের একটি পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ।
তিনি বলেন, ‘পর্যায়ক্রমে দেশ এগিয়ে যাবে, একইভাবে পুলিশ বাহিনীকেও একটি ধনী দেশের আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হিসেবে কার্যকর করতে হবে। সেক্ষেত্রে প্রযুক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আর বাংলাদেশ ইতোমধ্যে উন্নয়নশীল দেশগুলোর মধ্যে প্রযুক্তি ব্যবহারে অনেক এগিয়ে আছে।’
অনুষ্ঠানে জানানো হয়, পুলিশের বিভিন্ন অর্জন ও ইতিবাচক বাংলাদেশকে তুলে ধরার লক্ষ্যে এই পোর্টালটি যাত্রা শুরু করল। এতে দেশ-বিদেশের সাম্প্রতিক খবর ছাড়াও পুলিশের বিভিন্ন ইউনিটের অর্জনগুলো দ্রুততম সময়ে তুলে ধরা হবে। এর জন্য থাকবে পৃথক রিপোর্টিং টিম, যারা সবাই পুলিশের সদস্য।
উদ্বোধনী বক্তব্যে আইজিপি বলেন, প্রাথমিকভাবে বাংলায় নিউজ পোর্টালটি চালু হয়েছে। পরবর্তীতে আমরা ইংরেজি ভার্সন চালু করবো। মূলত পুলিশের অর্জনগুলো তুলে ধরা হবে এই পোর্টালে। এ ছাড়াও প্রতিদিন বাংলাদেশে অসংখ্য ইতিবাচক সংবাদ থাকে। সেগুলো তুলে ধরা হবে এখানে।
ndtvbd / news desk